যুক্তির মেলায় সারা দিন

‘যোগ দাও যুক্তির মেলায়’ স্লোগানে আজ শুক্রবার সকালে শুরু হয়েছে ‘পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক’ উৎসব। জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। গত বছরের ১৯ অক্টোবর থেকে প্রায় ছয় মাসে রাজধানী ঢাকাসহ ৩৬টি জেলা শহরে হয়েছে এ উৎসব। অংশ নিয়েছে চার হাজারের বেশি শিক্ষার্থী। স্কুল বিতর্কের জাতীয় উৎসব শুরু হয় রাজধানীর বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে। দেশজুড়ে এই বিতর্ক উৎসব ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছে টিকে গ্রুপ। এ আয়োজনে সার্বিক সহযোগিতা দিয়েছে প্রথম আলো বন্ধুসভা। এবার জাতীয় পর্বের বিতর্ক উৎসবে ৩০টি জেলা থেকে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৪টি দল অংশ নিয়েছে।
জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিতর্ক উৎসবের উদ্বোধন করেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফেরদৌসী বেগম
জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিতর্ক উৎসবের উদ্বোধন করেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফেরদৌসী বেগম
সমস্বরে গাওয়া হচ্ছে জাতীয় সংগীত
সমস্বরে গাওয়া হচ্ছে জাতীয় সংগীত
মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যার ঘটনায় উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা দুই হাত তুলে নিন্দা ও প্রতিবাদ জানান
মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যার ঘটনায় উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা দুই হাত তুলে নিন্দা ও প্রতিবাদ জানান
বেলুন উড়িয়ে বিতর্ক উৎসবের উদ্বোধন করেন অতিথিরা
বেলুন উড়িয়ে বিতর্ক উৎসবের উদ্বোধন করেন অতিথিরা
বক্তব্য দেন অভিনেতা সিয়াম। শোনালেন বিতার্কিক হিসেবে তাঁর স্কুলজীবনের অভিজ্ঞতাও
বক্তব্য দেন অভিনেতা সিয়াম। শোনালেন বিতার্কিক হিসেবে তাঁর স্কুলজীবনের অভিজ্ঞতাও
বক্তব্য দেন অভিনেত্রী শবনম ফারিয়া
বক্তব্য দেন অভিনেত্রী শবনম ফারিয়া
গায়ক ইমরান ‘পোড়ামন ২’ চলচ্চিত্রে তাঁর গাওয়া গান গেয়ে শোনান
গায়ক ইমরান ‘পোড়ামন ২’ চলচ্চিত্রে তাঁর গাওয়া গান গেয়ে শোনান
টেন মিনিটস স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক বলেন, ‘তোমরা বিতর্ক করো। কিন্তু তর্ক কোরো না। তর্ক থেকে দূরে থাকো’
টেন মিনিটস স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক বলেন, ‘তোমরা বিতর্ক করো। কিন্তু তর্ক কোরো না। তর্ক থেকে দূরে থাকো’
এবার জাতীয় পর্বের বিতর্ক উৎসবে ৩০টি জেলা থেকে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৪টি দল অংশ নিয়েছে
এবার জাতীয় পর্বের বিতর্ক উৎসবে ৩০টি জেলা থেকে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৪টি দল অংশ নিয়েছে
উৎসবের ৮টি দল চূড়ান্ত পর্বে অংশ নেবে
উৎসবের ৮টি দল চূড়ান্ত পর্বে অংশ নেবে
শরীয়তপুর থেকে আসা দশম শ্রেণির ছাত্রী সাদিকুন নাহার মঞ্চে নিজের অভিজ্ঞতা বর্ণনা করে। সে বলে, মা-বাবা ও শিক্ষককে সে খুব ভালোবাসে। একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়ে সে
শরীয়তপুর থেকে আসা দশম শ্রেণির ছাত্রী সাদিকুন নাহার মঞ্চে নিজের অভিজ্ঞতা বর্ণনা করে। সে বলে, মা-বাবা ও শিক্ষককে সে খুব ভালোবাসে। একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়ে সে