‘যোগ দাও যুক্তির মেলায়’ স্লোগানে আজ শুক্রবার সকালে শুরু হয়েছে ‘পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক’ উৎসব। জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। গত বছরের ১৯ অক্টোবর থেকে প্রায় ছয় মাসে রাজধানী ঢাকাসহ ৩৬টি জেলা শহরে হয়েছে এ উৎসব। অংশ নিয়েছে চার হাজারের বেশি শিক্ষার্থী। স্কুল বিতর্কের জাতীয় উৎসব শুরু হয় রাজধানীর বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে। দেশজুড়ে এই বিতর্ক উৎসব ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছে টিকে গ্রুপ। এ আয়োজনে সার্বিক সহযোগিতা দিয়েছে প্রথম আলো বন্ধুসভা। এবার জাতীয় পর্বের বিতর্ক উৎসবে ৩০টি জেলা থেকে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৪টি দল অংশ নিয়েছে।










