জবানবন্দি দিচ্ছেন আরেক আসামি

নুসরাত জাহান।
নুসরাত জাহান।

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় আরও এক তরুণকে আটক করে জবানবন্দি গ্রহণ শুরু হয়েছে। আটক তরুণের নাম মো. আবদুর রহিম ওরফে শরিফ (১৯)। তিনি সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী। ওই কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে গেলে নুসরাতের গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়।

আজ বুধবার বিকেল সাড়ে তিনটায় ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরাফ উদ্দিন আহম্মেদের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ শুরু হয়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক ও মামলা তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আটককৃত মামলার অন্যতম দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে শরিফকে আটক করা হয়। নুসরাতের ওপর হামলার সময় শরিফ গেটে পাহারারত অবস্থায় ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

৬ এপ্রিল ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান আলিম পরীক্ষা দিতে গেলে তাঁকে ছাদে ডেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ নুসরাতকে সেদিন রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান নুসরাত।