'বিজ্ঞানে বিকাশ'

>‘বিজ্ঞানে বিকাশ’ স্লোগান নিয়ে উদযাপিত হলো ঢাকা আঞ্চলিক বিজ্ঞান উৎসব। আজ শুক্রবার সকাল ৯টার দিকে মোহাম্মদপুরের সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক স্কুল মাঠে উৎসব শুরু হয়। হিউম্যানয়েড রোবট নিনোকে দিয়ে উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়। দেশের সবচেয়ে বড় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ এবং বিজ্ঞানভিত্তিক মাসিক পত্রিকা ‘বিজ্ঞানচিন্তা’ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। সার্বিক সহযোগিতায় প্রথম আলো বন্ধুসভা। উৎসবে ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের প্রায় ১০০টি বিজ্ঞান-প্রকল্প প্রদর্শনের সুযোগ পায়। সেরা উদ্ভাবকদেরকে পুরস্কৃত করা হয়। বেলা ১টার দিকে গানের মধ্য দিয়ে উৎসব শেষ হয়।
বেলুন উড়িয়ে উৎসবের শুভ সূচনা।
বেলুন উড়িয়ে উৎসবের শুভ সূচনা।
উৎসবে নিজেদের প্রকল্প নিয়ে হাজির শিক্ষার্থীরা।
উৎসবে নিজেদের প্রকল্প নিয়ে হাজির শিক্ষার্থীরা।
হাতেকলমে পরীক্ষায় শিক্ষার্থীরা।
হাতেকলমে পরীক্ষায় শিক্ষার্থীরা।
অন্যরকম বিজ্ঞানবাক্সের স্টল।
অন্যরকম বিজ্ঞানবাক্সের স্টল।
মঞ্চের অনুষ্ঠান উপভোগ করছেন অতিথি, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
মঞ্চের অনুষ্ঠান উপভোগ করছেন অতিথি, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
প্রশ্নের উত্তর দিচ্ছে এক খুদে বিজ্ঞানপ্রেমী।
প্রশ্নের উত্তর দিচ্ছে এক খুদে বিজ্ঞানপ্রেমী।
জাদুকরের সঙ্গী হয়েছে একজন।
জাদুকরের সঙ্গী হয়েছে একজন।
বিজ্ঞানের শিক্ষকদের প্রশ্ন করছে এক শিক্ষার্থী।
বিজ্ঞানের শিক্ষকদের প্রশ্ন করছে এক শিক্ষার্থী।
নেচে দেখাচ্ছে হিউম্যানয়েড রোবট নিনো।
নেচে দেখাচ্ছে হিউম্যানয়েড রোবট নিনো।
অতিথিদের সঙ্গে বিজয়ীরা।
অতিথিদের সঙ্গে বিজয়ীরা।
‘ড্রবোট’ প্রকল্পের জন্য সেরাদের সেরা নির্বাচিত হয়েছে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল।
‘ড্রবোট’ প্রকল্পের জন্য সেরাদের সেরা নির্বাচিত হয়েছে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল।