ক্যানসারে আক্রান্ত তাওশিকের চিকিৎসায় সহায়তার আহ্বান

তাওশিক আহমেদ
তাওশিক আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে প্রথম স্থান অধিকার করেছিলেন তাওশিক আহমেদ। এরপর ২০১৭ সালে কাজ শুরু করেন ব্র্যাকে। পরের বছরই ফুসফুসের ক্যানসার ধরা পড়ে তাঁর।

তাওশিককে এরই মধ্যে ১০টি ব্যয়বহুল কেমোথেরাপি দিতে হয়েছে। তাঁকে আরও কেমোথেরাপি দিতে হবে। কেমোথেরাপিসহ আনুষঙ্গিক চিকিৎসায় এখন পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ৩৫ লাখ টাকা। চিকিৎসকেরা বলেছেন, তাঁকে ইমিউনোথেরাপিও দেওয়া প্রয়োজন। তাতে ৬০ লাখ টাকার মতো লাগতে পারে।

তাওশিকের বাবা বগুড়ার একটি বেসরকারি কলেজের শিক্ষক। একমাত্র ছেলের চিকিৎসাব্যয় কীভাবে মেটাবেন তা নিয়ে ভীষণভাবে দুশ্চিন্তাগ্রস্ত তিনি। এ অবস্থায় ছেলের চিকিৎসায় সমাজের সুহৃদ ও দাতা ব্যক্তিরা এগিয়ে আসবেন—এমনটাই আশা করছেন তিনি।

সহায়তা পাঠানোর ঠিকানা: তাওশিক আহমেদ, ব্যাংক হিসাব নম্বর: ১৫০.১১০.৩৭৭.৮৬৭.৪০০১, ব্র্যাক ব্যাংক, গুলশান শাখা, ঢাকা অথবা বিকাশ: ০১৭১২৮০৩৯২৫। বিজ্ঞপ্তি