পড়ন্ত বেলায় দুরন্তপনায়...

>সাতসকাল কিংবা পড়ন্ত বিকেল! সুযোগ পেলেই দুরন্তপনায় মেতে ওঠে শিশু-কিশোরেরা। যে যার মতো করে খেলার নামে মেতে থাকে দুরন্তপনায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাড়া-মহল্লা-খেলার মাঠে হইহুল্লড়–আনন্দ-উল্লাস করে দিন কাটায় দুরন্ত শিশু-কিশোরেরা। এমন দুরন্তপনার দৃশ্য চোখে পড়লেই মনের অজান্তে অনেকে ফিরে যান ছোটবেলায়। বৈশাখের পড়ন্ত বিকেলে নৌকা থেকে হাওরের পাশের খালের পানিতে মজেছে দুরন্ত শিশুরা।
পড়ন্ত বেলায় খালের পানিতে ঝাঁপ দেওয়া শিশুর প্রতিবিম্ব।
পড়ন্ত বেলায় খালের পানিতে ঝাঁপ দেওয়া শিশুর প্রতিবিম্ব।
খালের পানিতে লাফ দিয়ে মাথা ডুবিয়েছে দুরন্ত শিশু।
খালের পানিতে লাফ দিয়ে মাথা ডুবিয়েছে দুরন্ত শিশু।
দল বেঁধে চলছে লাফালাফি।
দল বেঁধে চলছে লাফালাফি।
আকাশের উড়ছে বিমান, চলছে দুরন্তপনা।
আকাশের উড়ছে বিমান, চলছে দুরন্তপনা।
দিনের আলো বিদায় নিচ্ছে, ফুটবল নিয়ে খেলায় মেতে আছে শিশু-কিশোরদের দল।
দিনের আলো বিদায় নিচ্ছে, ফুটবল নিয়ে খেলায় মেতে আছে শিশু-কিশোরদের দল।
বল আটকানোর চেষ্টায় এক শিশু।
বল আটকানোর চেষ্টায় এক শিশু।
নিজের মনমতো চলছে ফুটবল খেলা।
নিজের মনমতো চলছে ফুটবল খেলা।