আখাউড়া স্থলবন্দরে সোমবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

আখাউড়া স্থলবন্দর সীমান্ত। ফাইল ছবি।
আখাউড়া স্থলবন্দর সীমান্ত। ফাইল ছবি।

পবিত্র শবে বরাত উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি এক দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত সব ধরনের পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী দুই দেশের যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, শবে বরাত মুসলমান ধর্মাবলম্বীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। রোববার রাতে পবিত্র শবে বরাতের নামাজ হওয়ায় সোমবার সকাল থেকে বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

শফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল থেকে স্থলবন্দরের কার্যক্রম চালু থাকবে। বন্ধের সময় বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।