সংসদে যোগ দিচ্ছে না বিএনপি

একাদশ জাতীয় সংসদে যোগ দিচ্ছে না বিএনপি। গতকাল সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

তবে বৈঠকের সিদ্ধান্ত নিয়ে গণমাধ্যমের সঙ্গে কিছু বলতে চাননি নেতারা।

দলীয় সূত্র জানায়, বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা সংসদে না যাওয়ার পক্ষে মত দেন। একপর্যায়ে স্কাইপের মাধ্যমে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও যোগ দেন।

কিছুদিন ধরে গুঞ্জন চলছে, সমঝোতার মাধ্যমে বিএনপির চেয়ারপারসন অসুস্থ খালেদা জিয়া প্যারোলে মুক্তি পেতে পারেন। বিনিময়ে বিএনপি সংসদে যোগ দেবে।

মূলত, ৩০ এপ্রিল সামনে রেখে গুঞ্জনটি শুরু হয়। বিএনপির ছয় সাংসদ এখনো শপথ নেননি। ৯০ কার্যদিবসের মধ্যে শপথ না নিলে তাঁদের সদস্যপদ খারিজ হয়ে যাবে।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী অংশ নেন।