রংপুরে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর উদ্যোগ

শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর উদ্যোগ হাতে নিয়েছেন ইউএনও টি এম এ মমিন। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর উদ্যোগ হাতে নিয়েছেন ইউএনও টি এম এ মমিন। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

রংপুরের পীরগঞ্জ উপজেলার ১৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ হাজার শিক্ষার্থীকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি এম এ মমিন। এরই মধ্যে উপজেলার ১৪টি প্রতিষ্ঠানের অন্তত তিন হাজার শিক্ষার্থীকে বই পড়ানোর মাধ্যমে এই উদ্যোগ শুরু হয়েছে।

‘এসো বই পড়ি, সুন্দর জীবন গড়ি’ স্লোগান সামনে রেখে উপজেলার কয়েকটি স্কুল-কলেজে গিয়ে নিজের হাতে বই বিতরণ কর্মসূচি চালু করেছেন ইউএনও। নতুন এই উদ্যোগের ব্যাপারে তিনি বলেন, শিক্ষার্থীদের অনেকেই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে না। স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস শিক্ষার্থীরা জানবে না, এটি তো হতে পারে না। এ কারণে উপজেলার স্কুল-কলেজের শিক্ষার্থীদের বই পড়ানোর মাধ্যমে এ বিষয়ে জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বই বিতরণের ৭-১০ দিন পর নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ওই বইয়ের ওপর পরীক্ষা নেওয়া হচ্ছে শিক্ষার্থীদের। ওই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শ্রেণিভিত্তিক তিনজনকে শিক্ষামূলক বিভিন্ন বই উপহার দেওয়া হচ্ছে। এতে বই পড়ার প্রতি শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি হচ্ছে।

কছিমন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম বলেন, নতুন এই উদ্যোগ একটি মহতী উদ্যোগ। এই উদ্যোগের ফলে শিক্ষার্থীরা বই পড়ার প্রতি আরও মনোযোগী হবে। একই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী শামসুন্নাহার জানায়, বাপ-দাদার মুখে মুক্তিযুদ্ধের অনেক কথা শুনছি। এবার ইউএনও স্যারের দেওয়া মুক্তিযুদ্ধের ওপর বই পড়ে অনেক কিছু জেনেছি। সারা জীবন তা মনে থাকবে।