৫ লাখ রেণু জব্দ, ৫ জনের কারাদণ্ড

বরিশাল নগ‌রে অভিযান চা‌লি‌য়ে চিংড়ির পাঁচ লাখ রেণু জব্দ করা হয়েছে। এই ঘটনায় আটক পাঁচজনকে সোমবার সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নগ‌রের সিঅ্যান্ড‌বি সড়কের চৌমাথা এলাকায় সকালে কোতোয়ালি থানা-পু‌লিশ ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে অভিযান চালিয়ে রেণুসহ পাঁচজনকে আটক করে।

জেলা মৎস্য কার্যালয়ের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, ট্রাক‌ে করে পটুয়াখালীর গলা‌চিপা উপজেলা থে‌কে বাগদা ও গলদা চিংড়ির রেণু খুলনার উদ্দেশে নি‌য়ে যাওয়া হচ্ছিল। এক সংবাদের ভি‌ত্তি‌তে ট্রাকসহ এসব রেণু চৌমাথা এলাকা থে‌কে জব্দ করা হয়। পাশাপা‌শি রেণু পাচা‌রের সঙ্গে জ‌ড়িত পাঁচজন‌কে আটক করা হয়। তাঁদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ। পরে জব্দ করা এসব রেণু কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে।