বিএসএমএমইউতে ঈদের পর জরুরি বিভাগ চালু

ফাইল ছবি।
ফাইল ছবি।

পবিত্র ঈদুল ফিতরের পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জরুরি বিভাগে চিকিৎসা শুরু হবে বলে জানিয়েছেন উপাচার্য কনক কান্তি বড়ুয়া। তিনি বলেছেন, বিএসএমএমইউর চিকিৎসকেরা শুধু নিজ প্রতিষ্ঠানেই পেশার চর্চা করবেন, এমন উদ্যোগ নিতে যাচ্ছে কর্তৃপক্ষ।

গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে কনক কান্তি বড়ুয়া এ তথ্য জানান। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আজ মঙ্গলবার বিএসএমএমইউ ২২ তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করার প্রস্তুতি নিয়েছে।

৫৬টি বিভাগ চালু থাকলেও বিএসএমএমইউতে সাধারণ জরুরি বিভাগ নেই। এক প্রশ্নের জবাবে কনক কান্তি বড়ুয়া বলেন, জরুরি বিভাগ চালু করার সব প্রস্তুতি বিশ্ববিদ্যালয় নিয়েছে। জরুরি বিভাগের জন্য নির্ধারিত স্থানের কাছাকাছি মেট্রোরেলের যে কাজ চলছে, তা রমজান মাসের মধ্যেই শেষ হবে। ঈদের পরপরই জরুরি বিভাগ চালু হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত বছর বিএসএমএমইউতে ২০ লাখ ৬০ হাজার রোগী চিকিৎসা নিয়েছে। এর মধ্যে বৈকালিক বিশেষায়িত বহির্বিভাগে সেবা নিয়েছে ২ লাখ ৩৯ হাজার রোগী। এই প্রতিষ্ঠানে প্রতিদিন গড়ে সাত হাজার রোগী বহির্বিভাগে সেবা নেয়।