এনজিওগ্রামের সাফল্য উদ্যাপন

১০ হাজার এনজিওগ্রাম সম্পন্ন করার সাফল্যটি কেক কেটে উদ্‌যাপন করেন চিকিৎসকেরা। গতকাল বেলা ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হৃদ্‌রোগ বিভাগে।  জুয়েল শীল
১০ হাজার এনজিওগ্রাম সম্পন্ন করার সাফল্যটি কেক কেটে উদ্‌যাপন করেন চিকিৎসকেরা। গতকাল বেলা ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হৃদ্‌রোগ বিভাগে। জুয়েল শীল

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ১০ হাজার এনজিওগ্রাম পরীক্ষা সম্পন্ন হওয়ায় গতকাল সোমবার হৃদ্‌রোগ বিভাগের সম্মেলনকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কেক কেটে মাইলফলক ছোঁয়ার ক্ষণ উদ্‌যাপন করা হয়।

এ সময় বক্তব্য দেন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক প্রবীর কুমার দাশ, চমেক হাসপাতালের উপপরিচালক ডা. আখতারুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হৃদ্‌রোগ বিভাগের সহযোগী অধ্যাপক আশীষ দে, সহযোগী অধ্যাপক মো. ইব্রাহিম চৌধুরী, সহকারী অধ্যাপক নরেশ চন্দ্র রায়, বিপ্লব ভট্টাচার্য, সালেহ উদ্দিন সিদ্দিকী, নুর উদ্দিন তারেক, নুর উদ্দিন জাহাঙ্গীর, আনিসুল আউয়াল, রিজোয়ান রেহান, সন্দীপন দাশ, আবুল হোসেন শাহীন, রেজিস্ট্রার লক্ষ্মীপদ দাশ, সহকারী রেজিস্ট্রার রাজীব দে প্রমুখ।