হালদায় এবার ভেসে উঠল ৭ কেজি মৃগেল

ফাইল ছবি
ফাইল ছবি

প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীতে এবার ভেসে উঠল ৭ কেজি ওজনের এক মৃত মৃগেল মাছ। গত সোমবার সন্ধ্যার দিকে নদীর উত্তর মাদার্শা ইউনিয়ন কুমারখালী এলাকায় মাছটি ভাসতে দেখতে পান স্থানীয় ব্যক্তিরা। পরে তাঁরা মাছটি উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার সন্ধ্যার দিকে নদীর কুমারখালী এলাকায় একটি মাছ ভাসছে দেখা যায়। এরপর আশেপাশের মানুষেরা মাছটি পানি থেকে কূলে তুলে এনে দেখেন সেটা একটা মৃগেল মাছ। তবে মাছটি পচে গেছে। তাঁদের ধারণা বেশ কিছুদিন আগেই মরেছে মাছটি।

হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন মঙ্গলবার প্রথম আলোকে বলেন, হালাদা নদীর মাদার্শা ইউনিয়ন এলাকায় ৭ কেজি ওজনের একটি পচা মৃগেল মাছ স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করেছেন। সম্ভবত ইঞ্জিনচালিত নৌযানের পাখার আঘাতে মাছটি মারা গেছে।

হাটহাজারী উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আজহারুল আলম বলেন, মৃগেল মাছটি গত সোমবার রাত আটটার দিকে ওই ইউনিয়নের সৈয়দ আহম্মদ হাটে মাটি চাপা দেওয়া হয়েছে।

এর আগে গত শনিবার বিকেল পাঁচটার সময় হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়ন এলাকায় ১২ কেজি ওজনের একটা মরা মৃগেল মাছ ভেসে উঠেছে। ওই মাছটি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা গবেষণাকেন্দ্রে সংরক্ষণ করা হয়েছে।