তরুণীর শ্লীলতাহানি, এইচএসসি পরীক্ষার্থীর কারাদণ্ড

দিনাজপুরের বিরামপুরে এইচএসসি পরীক্ষার্থী তরুণীকে শ্লীলতাহানির দায়ে অপর এক পরীক্ষার্থী তরুণকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোছা. নাজমুন নাহার এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ওই তরুণের নাম ইকবাল হোসেন (১৮)। তিনি কাটলা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁরা দুজনই বিরামপুর সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা দেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাজমুন নাহার প্রথম আলোকে বলেন, পরীক্ষা শেষে কেন্দ্রের বাইরে ওই তরুণীকে উত্ত্যক্ত করতে থাকেন ইকবাল। একপর্যায়ে ওই ছাত্রীর হাত ও ওড়না ধরে টানাহেঁচড়া করে জামাকাপড় ছিঁড়ে ফেলেন তিনি। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাঁকে আটক করেন। খবর পেয়ে ছাত্রীর মা বিরামপুর থানায় ইকবালের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ইকবালকে গ্রেপ্তার করে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ইকবাল ওই ছাত্রীকে দীর্ঘদিন থেকে উত্ত্যক্ত করে আসছিলেন বলেও জানান তিনি।