উপাচার্যসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহানসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজশাহীর সিনিয়র সহকারী জজ আদালতে বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষক মো. শাহরিয়ার পারভেজ এ মামলা করেন।

মো. শাহরিয়ার পারভেজের পক্ষে অ্যাডভোকেট নূর-এ-কামরুজ্জামান মামলাটি দায়ের করেছেন। মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়, উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের সদ্য নিয়োগপ্রাপ্ত সভাপতি মো. রফিকুল ইসলামকে বিবাদী করা হয়েছে। আগামী ২৭ জুন মামলার শুনানির দিন ধার্য হয়েছে।

মামলার আরজি সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এমএ বারী স্বাক্ষরিত এক চিঠিতে আইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. রফিকুল ইসলামকে প্রেষণে আইন ও ভূমি প্রশাসন বিভাগে তিন বছরের জন্য সভাপতি নিয়োগ দেওয়া হয়। ২৫ এপ্রিল থেকে নিয়োগের আদেশ কার্যকর হওয়ার কথা। কিন্তু ২৪ এপ্রিল আইন ও ভূমি প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহরিয়ার পারভেজ এই নিয়োগাদেশের বিরুদ্ধে আদালতে মামলা করেন। ওই দিনই আদালত মো. রফিকুল ইসলামকে সভাপতি নিয়োগ ও বিভাগে সভাপতি হিসেবে যোগদান না করার ব্যাপারে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

মামলার বাদী মো. শাহরিয়ার পারভেজ বলেন, ‘২৪ এপ্রিল আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা জারির পর ২৫ এপ্রিল সকাল ৯টার আগেই আমরা আদালতের আদেশ নিয়ে রেজিস্ট্রার দপ্তরে হাজির হই। কিছুক্ষণের মধ্যে আদালতের বাহক অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ নিয়ে আসেন। কিন্তু সেখানে আদালতের আদেশের প্রতি অবজ্ঞা ও তুচ্ছ-তাচ্ছিল্য করে আদালতের জারিকৃত আদেশ গ্রহণে সময়ক্ষেপণ করা হয়। ৯টা ৫০ মিনিটের দিকে আদেশ গ্রহণ করা হয়। এই পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার মামলা করা হয়েছে।’

জানতে চাইলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এম এ বারী শুক্রবার দুপুরে মুঠোফোনে বলেন, ‘আদালত অবমাননার মামলার বিষয়টি আমার জানা নেই।’