জলঢাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ভোট চলছে

জলঢাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের স্থগিত থাকা নির্বাচনে ভোট চলছে। ছবি: প্রথম আলো
জলঢাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের স্থগিত থাকা নির্বাচনে ভোট চলছে। ছবি: প্রথম আলো

নীলফামারীর জলঢাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের স্থগিত থাকা নির্বাচন আজ রোববার সকাল আটটা থেকে শুরু হয়েছে। দুপুর সাড়ে ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৮৯টি কেন্দ্রে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। এই উপজেলার মোট ভোটার ২ লাখ ৩৬ হাজার ১৭২ জন।

জলঢাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের নির্বাচনে প্রার্থী দুজন। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনছার আলী (নৌকা), অন্যজন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবদুল ওয়াহেদ (চিংড়ি মাছ)।

দুপুর সাড়ে ১২টা নাগাদ ছয় কেন্দ্র ঘুরে প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই সময় পর্যন্ত ৩২ শতাংশের মতো ভোট পড়েছে।

পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন প্রথম আলোকে বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশেই ভোট হচ্ছে।

উপজেলাটিতে গত ১০ মার্চ নির্বাচন হওয়ার তারিখ ছিল। সে সময়ে আইনি জটিলতায় স্থগিত থাকে চেয়ারম্যান পদের নির্বাচন। তবে তখন নারী ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

আজ সকাল ১০টার দিকে কাঁঠালি ইউনিয়ন পরিষদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা খাদুর চন্দ্র রায় জানান, ওই সময় পর্যন্ত কেন্দ্রটিতে মোট ভোট পড়েছে ২৭০ টি। সেখানে মোট ভোটার ২ হাজার ৩৩৯ জন।

সকাল সাড়ে নয়টার দিকে খুটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, ভোটার উপস্থিতি কম। একই অবস্থা দেখা যায়, জলঢাকা পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে।