সৌন্দর্যের হাতছানি

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অপরূপ সৌন্দর্য যেন সবাইকে হাতছানি দিয়ে ডাকে। বিশেষ করে ক্যাম্পাসের বোটানিক্যাল গার্ডেন। ১৯৬৩ সালে প্রায় ২৪ একর জায়গায় বিলুপ্ত ও প্রায় বিলুপ্ত উদ্ভিদ ও গাছের বিশাল সম্ভার নিয়ে গড়ে ওঠে গার্ডেনটি। ক্যাম্পাসে ঘুরতে আসা দর্শনার্থীরা একবার হলেও ঢুঁ মারেন এখানে। ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে গড়ে ওঠা গার্ডেনটিতে ঢুকলেই কানে আসে পাখির কিচিরমিচির। জানা-অজানা ফুল, ফল, ক্যাকটাস, ঔষধি গাছ...কী নেই এখানে—ছবিগুলো গত শুক্রবারের।