এক পরীক্ষার্থীর পরীক্ষা নিতে ১৪ জন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলতি স্নাতক (পাস) প্রথম বর্ষের পরীক্ষায় আজ সোমবার দর্শন বিষয়ে মতলব সরকারি কলেজ কেন্দ্রে মাত্র একজন পরীক্ষার্থী অংশ নেন। কেন্দ্রটির ১১ নম্বর কক্ষে ওই পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার দায়িত্বে ছিলেন ১৪ জন।

পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, ওই পরীক্ষার্থীর নাম খাদিজা আক্তার (২০)। তিনি মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি কলেজের শিক্ষার্থী। কেন্দ্রের পরীক্ষা কমিটির সদস্য প্রভাষক মো. জসিম উদ্দিন বলেন, পরীক্ষার্থী একজন হলেও তাঁর দেখভালের জন্য কাজ করতে হয় পরীক্ষা-সংশ্লিষ্ট ১৪ ব্যক্তিকে। একজন কক্ষ পরিদর্শক, পুলিশের একজন সদস্য, পরীক্ষা কমিটির তিন সদস্য, একজন অধ্যক্ষ (কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও তাঁর একজন প্রতিনিধি, তিনজন অফিস সহকারী, তিনজন চতুর্থ শ্রেণির কর্মচারীসহ মোট ১৪ জন কেন্দ্রে দায়িত্ব পালন করেন আজ।

মতলব সরকারি কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আবুল কালাম আল আজাদ বলেন, পরীক্ষার্থী একজন হলেও কেন্দ্রের ব্যয় অন্যান্য বড় পরীক্ষার মতোই। দর্শন বিষয়টি আজকাল শিক্ষার্থীরা তেমন পড়তে চান না। এ কারণে ওই বিষয়ে পরীক্ষার্থীর সংখ্যা এত কম।