এসএসসির ফলে আনন্দ-উল্লাস

আজ সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৮৩ দশমিক ২৮ শতাংশ। ছাত্রদের পাসের হার ৮১ দশমিক ১৩ শতাংশ। এবারের পরীক্ষায় ছাত্রদের তুলনায় কম ছাত্রী পরীক্ষায় অংশ নিলেও পাস করেছে বেশি। ভালো ফলে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকেরা। আবার এর উল্টো চিত্রও আছে।
পরীক্ষায় অল্পের জন্য জিপিএ-৫ না পেয়ে কান্নায় ভেঙে পড়ে এক শিক্ষার্থী। তাঁকে সান্ত্বনা দিচ্ছে অন্য শিক্ষার্থীরা। মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, চাঁদপুর, ৬ মে। ছবি: আলম পলাশ
পরীক্ষায় অল্পের জন্য জিপিএ-৫ না পেয়ে কান্নায় ভেঙে পড়ে এক শিক্ষার্থী। তাঁকে সান্ত্বনা দিচ্ছে অন্য শিক্ষার্থীরা। মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, চাঁদপুর, ৬ মে। ছবি: আলম পলাশ
চাঁদপুরে সর্বোচ্চ জিপিএ-৫ ও শতভাগ পাস করায় উল্লসিত চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষার্থীরা। হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়, চাঁদপুর, ৬ মে। ছবি: আলম পলাশ
চাঁদপুরে সর্বোচ্চ জিপিএ-৫ ও শতভাগ পাস করায় উল্লসিত চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষার্থীরা। হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়, চাঁদপুর, ৬ মে। ছবি: আলম পলাশ
এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে তৃতীয় হয়েছে চট্টগ্রাম নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়। ভালো ফল করায় শিক্ষার্থীদের মুখে মিষ্টি তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম, ৬ মে। ছবি: জুয়েল শীল
এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে তৃতীয় হয়েছে চট্টগ্রাম নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়। ভালো ফল করায় শিক্ষার্থীদের মুখে মিষ্টি তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম, ৬ মে। ছবি: জুয়েল শীল
কাফকো স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫০ জন অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩২ জন। আনোয়ারা, চট্টগ্রাম, ৬ মে। ছবি: মোহাম্মদ মোরশেদ হোসেন
কাফকো স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫০ জন অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩২ জন। আনোয়ারা, চট্টগ্রাম, ৬ মে। ছবি: মোহাম্মদ মোরশেদ হোসেন
এবার বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে ২৭০ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ২৪৬ শিক্ষার্থী। জিপিএ-৫ পাওয়ায় শিক্ষার্থীর সঙ্গে খুশি অভিভাবকও। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বগুড়া, ৬ মে। ছবি: সোয়েল রানা
এবার বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে ২৭০ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ২৪৬ শিক্ষার্থী। জিপিএ-৫ পাওয়ায় শিক্ষার্থীর সঙ্গে খুশি অভিভাবকও। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বগুড়া, ৬ মে। ছবি: সোয়েল রানা
এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর দেয়ালে টাঙানো রেজাল্ট শিট দেখছে শিক্ষার্থী ও অভিভাবকেরা। বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ময়মনসিংহ, ৬ মে। ছবি: আনোয়ার হোসেন
এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর দেয়ালে টাঙানো রেজাল্ট শিট দেখছে শিক্ষার্থী ও অভিভাবকেরা। বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ময়মনসিংহ, ৬ মে। ছবি: আনোয়ার হোসেন
এসএসসি পরীক্ষায় সবাই পাস করা রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উল্লাস। লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙামাটি, ৬ মে। ছবি: সুপ্রিয় চাকমা
এসএসসি পরীক্ষায় সবাই পাস করা রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উল্লাস। লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙামাটি, ৬ মে। ছবি: সুপ্রিয় চাকমা
বিদ্যালয় চত্বরে এসে মোবাইলে ফলাফল দেখে খুশি শিক্ষার্থী ও অভিভাবক। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পাবনা, ৬ মে । ছবি: হাসান মাহমুদ
বিদ্যালয় চত্বরে এসে মোবাইলে ফলাফল দেখে খুশি শিক্ষার্থী ও অভিভাবক। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পাবনা, ৬ মে । ছবি: হাসান মাহমুদ
দেশসেরা হয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। তাই উল্লসিত শিক্ষার্থীরাও। সরকারি পিএন উচ্চবিদ্যালয়, রাজশাহী, ৬ মে। ছবি: শহীদুল ইসলাম
দেশসেরা হয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। তাই উল্লসিত শিক্ষার্থীরাও। সরকারি পিএন উচ্চবিদ্যালয়, রাজশাহী, ৬ মে। ছবি: শহীদুল ইসলাম