কসবায় ৪ ভারতীয় নাগরিকসহ আটক ৬, অস্ত্র উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি বাজারে অভিযান চালিয়ে চার ভারতীয় নাগরিকসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি পাইপগানসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে। এ ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বনগজ গ্রামের আমজাদ হোসেন ওরফে শাওন (২২), কসবা উপজেলার মান্দারপুর গ্রামের হাসিবুল হাসান ওরফে অনিক (১৯), ভারতের ত্রিপুরা রাজ্যের বিশালঘর থানার নেতাজিনগর গ্রামের স্বর্ণজিৎ দেবনাথ (২৩), উত্তর ত্রিপুরার ধর্মনগর গ্রামের নির্মলেন্দু চৌধুরী (৩২), পশ্চিম ত্রিপুরার আমতলী থানার বাদারগাট (মাতৃপল্লী) গ্রামের সংকর সরকার (৩১), পশ্চিম ত্রিপুরা রাজ্যের বটতলা থানার রাজনগর গ্রামের বিমল দাস (৩৩)। গ্রেপ্তার ব্যক্তিরা কসবা থানাহাজতে রয়েছেন। কাল রোববার সকালে তাঁদের ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠানো হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কসবার বাণিজ্যিক এলাকা কুটি বাজারের মা টাওয়ারে আলী রেস্তোরাঁর তৃতীয় তলায় কয়েকজন ব্যক্তি অস্ত্র নিয়ে অবস্থান করছেন— এমন তথ্য পায় পুলিশ। পরে বেলা ১১টায় ভবনটিতে অভিযান চালায় তারা। কসবা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবদুল করিমের নেতৃত্বে ভনটির ভেতর ঢোকে পুলিশ। একপর্যায়ে ভবনের ভেতরে অবস্থানকারী পুলিশকে লক্ষ্য করে গুলি করার উদ্দেশ্যে পিস্তল বের করতে চাইলে পুলিশ তা প্রতিহত করে। 

একপর্যায়ে ভবনটির তৃতীয় তলার সব কক্ষে অভিযান চালালে কক্ষে অবস্থানকারীরা আত্মসমর্পণ করেন।
পুলিশ এ সময় ওই কক্ষ থেকে একটি অত্যাধুনিক পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি পাইপগান, একটি ওয়াকিটকি, পুলিশের রাতে ব্যবহৃত বেল্ট, ইয়াবা সেবনের যন্ত্রপাতি, দুটি রেইনকোট উদ্ধার করে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক বলেন, এ ঘটনায় কসবা থানার উপপরদির্শক ফারুক হোসেন বাদী হয়ে ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা থানাহাজতে রয়েছেন। কাল সকালে তাঁদের ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠানো হবে।
কসবা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আবদুল করিম বলেন, ভবনের মালিক দেশে থাকেন না। যাঁরা দেখাশোনা করছেন, তাঁদের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।