টেকনাফের কেওড়া বাগানে ৫০ হাজার ইয়াবা

ইয়াবা বড়ি। ফাইল ছবি
ইয়াবা বড়ি। ফাইল ছবি

মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে কক্সবাজারের টেকনাফের নাফ নদীর কেওড়া বাগানের ভেতরে মিলল ৫০ হাজার ইয়াবা। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

আজ রোববার ভোররাত ৩টার দিকে টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার এমপি মৎস্য খামার সংলগ্ন কেওড়া বাগানের ভেতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, ইয়াবার একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসছে—এমন খবরের ভিত্তিতে কেওড়া বাগানের ভেতর অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা চোরাকারবারিরা টহল দলের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যান। পরবর্তীতে টহল দল ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পলিথিন ব্যাগে মোড়ানো ইয়াবা ভর্তি পাঁচটি প্যাকেট উদ্ধার করে। ওই প্যাকেটের ভেতর থেকে ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়।