কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় রোহিঙ্গা নারীর কারাদণ্ড

কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে ফাতেমা খাতুন (৪৭) নামে এক রোহিঙ্গা নারীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মাহমুদুল হাসান এই রায় দেন। কারাদণ্ড ছাড়াও তাঁকে ৫ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ফাতেমা খাতুন মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের পানিরছরা গ্রামের মোহাম্মদ রুহুল আমিনের স্ত্রী। ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে রোহিঙ্গাদের ওপর আক্রমণ শুরু হওয়ার পর তিনি সপরিবারে উখিয়ার কুতুপালং শিবিরে আশ্রয় নেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদালতের সহকারী সরকারি কৌঁসুলি মোহাম্মদ আবুল কাসেম প্রথম আলোকে বলেন, দণ্ডপ্রাপ্ত ফাতেমাকে ২০১৭ সালের ২৮ অক্টোবর প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক করেছিল র‍্যাব। পরে র‍্যাব-৭ এর পক্ষে জেওসি-ডিএডি মো. আবদুল মোতালেব বাদী হয়ে ফাতেমার বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ফাতেমা বর্তমানে কক্সবাজার কারাগারে বন্দী আছেন।