পানি সংকটে পশ্চিম রামপুরা

>ওয়াসার লাইনের সংস্কারকাজের জন্য ১০ দিন ধরে পানি সংকটে কাটাচ্ছেন ঢাকার পশ্চিম রামপুরার বাসিন্দারা। এই সংকট সমাধানে তাঁরা বাধ্য হচ্ছেন একরামুন্নেসা স্কুল রোডের একটি মাদ্রাসা থেকে খাওয়ার পানি কিনে পান করতে। এক জার ১০ টাকা, এক কলসি ৭ টাকা এবং গ্যালন বা বোতল ৫ টাকা দরে তাঁরা পানি কিনছেন। অবশ্য অনেক আগে থেকেই এই মাদ্রাসা থেকে স্থানীয় লোকজন পানি কিনতেন। কিন্তু সম্প্রতি পানি সমস্যার জন্য আশপাশের বিভিন্ন এলাকা থেকেও লোকজন এসে পানি নিয়ে যান। আবার মক্কি মসজিদ গলির স্থানীয় বাসিন্দা, যাঁদের পাম্প ওয়াসার লাইন থেকে পানি টেনে নিতে পারে, সেসব বাসাবাড়িতে কলসি, বালতি নিয়ে লাইন ধরে পানি সংগ্রহ করছেন।
উলন রোডের জামিয়া কারীমিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে পানি সংগ্রহ করছেন অনেকে।
উলন রোডের জামিয়া কারীমিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে পানি সংগ্রহ করছেন অনেকে।
আশপাশের বিভিন্ন এলাকা থেকেও লোকজন এসে খাওয়ার পানি নিয়ে যান।
আশপাশের বিভিন্ন এলাকা থেকেও লোকজন এসে খাওয়ার পানি নিয়ে যান।
এক জার ১০ টাকা, এক কলসি ৭ টাকা এবং গ্যালন বা বোতল ৫ টাকা দরে তাঁরা পানি কিনছেন।
এক জার ১০ টাকা, এক কলসি ৭ টাকা এবং গ্যালন বা বোতল ৫ টাকা দরে তাঁরা পানি কিনছেন।
মাদ্রাসার নিজস্ব পাম্পের মাধ্যমে মাটির গভীর অংশের পানি আসে এখানে। তাই এই স্বচ্ছ ও সুস্বাদু পানির চাহিদা অনেক।
মাদ্রাসার নিজস্ব পাম্পের মাধ্যমে মাটির গভীর অংশের পানি আসে এখানে। তাই এই স্বচ্ছ ও সুস্বাদু পানির চাহিদা অনেক।
আবার মক্কি মসজিদ গলির বিভিন্ন বাড়িওয়ালা তাঁদের মোটরে পানি এলে সবাইকে দেন
আবার মক্কি মসজিদ গলির বিভিন্ন বাড়িওয়ালা তাঁদের মোটরে পানি এলে সবাইকে দেন
সেসব বাসাবাড়িতে কলসি, বালতি নিয়ে লাইন ধরে পানি সংগ্রহ করেন বাসিন্দারা।
সেসব বাসাবাড়িতে কলসি, বালতি নিয়ে লাইন ধরে পানি সংগ্রহ করেন বাসিন্দারা।