বয়স বাড়িয়ে বিয়ে দেওয়া হচ্ছিল কিশোরীর

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বয়স বাড়িয়ে এক কিশোরীকে বিয়ে দেওয়ার আয়োজন করা হয়েছিল। তবে সময়মতো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেখানে পৌঁছে বিয়ে বন্ধ করেন। গতকাল সোমবার রাতে এ বিয়ের আয়োজন করা হয়েছিল।

গ্রামবাসী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মেয়েটি স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী। বয়স ১৬ বছর। গতকাল রাত ১০টার দিকে মেয়েটির ‘আক্‌দ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে রাতে বিয়েবাড়িতে হাজির হন হাটহাজারীর ইউএনও মোহাম্মদ রুহুল আমীন। মেয়েটির বাবা-মায়ের সঙ্গে কথা বলে তিনি বাল্যবিবাহটি বন্ধ করেন।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ইউএনও মোহাম্মদ রুহুল আমীন আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘মেয়েটির মা-বাবা রোটারি পাবলিকের মাধ্যমে তার বয়স বাড়িয়ে বিয়ে দিয়ে দিচ্ছিলেন। খবর পেয়ে মেয়েটির মা-বাবা আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলে বাল্যবিবাহটি বন্ধ করি।’ তিনি জানান, মা-বাবা মেয়েকে স্কুলে পড়াবেন বলে জানিয়েছেন। ১৮ বছর পূর্ণ হলে মেয়ের বিয়ে দেবেন বলে মুচলেকা দিয়েছেন।