দেয়াল যেন কবিতার খাতা

>

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দেয়ালে দেয়ালে বর্ণিল দেয়ালচিত্র। এই চিত্রের পাশাপাশি অনেক দেয়ালে লেখা আছে কিছু পঙ্‌ক্তি। কিছু বিখ্যাত গান ও কবিতার লাইন। কবীর সুমন, অঞ্জন দত্ত ও নচিকেতার জনপ্রিয় গানের লাইন যেমন আছে, তেমনি আছে কবি নজরুল, জীবনানন্দ, হেলাল হাফিজসহ অনেক কবির কবিতার লাইন। কারা এই ইঙ্গিতবাহী লাইনগুলো দেয়ালে ফুটিয়ে তুললেন কেউ জানেন না। কয়েকটি দেয়াললিখন তুলে ধরা হলো। ছবিগুলো মঙ্গলবারের।

দেয়ালে কবীর সুমনের গানের দুটি লাইন।
দেয়ালে কবীর সুমনের গানের দুটি লাইন।
নচিকেতার একটি গানের দুটি লাইন।
নচিকেতার একটি গানের দুটি লাইন।
‘মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ’।
‘মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ’।
কবি হেলাল হাফিজের লেখা পঙ্‌ক্তি।
কবি হেলাল হাফিজের লেখা পঙ্‌ক্তি।
দেয়ালে লাল রঙে লেখা অঞ্জন দত্তের গান।
দেয়ালে লাল রঙে লেখা অঞ্জন দত্তের গান।
সলিল চৌধুরীর গানের দুটি লাইন।
সলিল চৌধুরীর গানের দুটি লাইন।
কাজী নজরুল ইসলামের ‘খোকার সাধ’ কবিতার একটি লাইন।
কাজী নজরুল ইসলামের ‘খোকার সাধ’ কবিতার একটি লাইন।
‘আমাদের সব আমাদের হবে একদিন...’
‘আমাদের সব আমাদের হবে একদিন...’
জীবনানন্দ দাশের সুরঞ্জনা।
জীবনানন্দ দাশের সুরঞ্জনা।