নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণের সুপারিশ

জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি
জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

নদীর তীর ঘেঁষে হাঁটার পথ (ওয়াকওয়ে) নির্মাণের সুপারিশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। মঙ্গলবার সংসদ ভবনে কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয় জানায়, গত ২৯ জানুয়ারি থেকে চলমান উচ্ছেদ কার্যক্রমে ঢাকা ও নারায়ণগঞ্জ নদীবন্দর ও ঢাকার চারপাশে নদীর তীরভূমি থেকে প্রায় ৩ হাজার ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ৯১ একর ভূমি উদ্ধার করা হয়েছে। একটি প্রকল্পের আওতায় এখানে নদীর চারপাশে ৫২ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ, ৩টি ইকোপার্ক নির্মাণ, ২টি ঘাট, ১৯টি জেটি, ৪০৯টি বসার বেঞ্চ এবং ১০ হাজার ৮২০টি স্থায়ী সীমানাখুঁটি নির্মাণ করা হবে।

বৈঠকে ঢাকার মতো অন্যান্য সিটি করপোরেশন এবং পৌর শহর যেগুলো নদীর তীরে অবস্থিত, সেখানে তীর ঘেঁষে ওয়াকওয়ে নির্মাণ করার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, শাজাহান খান, মাজাহারুল হক প্রধান, রণজিৎ কুমার রায়, মাহফুজুর রহমান, সামিল উদ্দিন আহমেদ, মো. আছলাম হোসেন সওদাগর ও এস এম শাহজাদা বৈঠকে অংশ নেন।