ঈদযাত্রা নিরাপদ করতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি
জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

সাধারণ মানুষের ঈদযাত্রা নিরাপদ করা এবং মহাসড়কে যানজট কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে এই সুপারিশ করা হয়।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি মহাসড়কে গতিরোধক এবং মহাসড়কের পাশে বৈদ্যুতিক খুঁটি সরানোর উদ্যোগ নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।

বৈঠকে জানানো হয়, নিজস্ব অর্থায়নে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। ইতিমধ্যে ১২টি স্প্যান স্থাপনের মাধ্যমে সেতুর ১ দশমিক ৮০ কিলোমিটার দৃশ্যমান হয়েছে। এপ্রিল পর্যন্ত এই প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি ৬৭ শতাংশ।

কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে কমিটির সদস্য এনামুল হক, মো. হাসিবুর রহমান, আবু জাহির, ছলিম উদ্দীন তরফদার, শেখ সালাহউদ্দিন, সৈয়দ আবু হোসেন ও রাবেয়া আলীম বৈঠকে উপস্থিত ছিলেন।