স্বর্ণকারদের ঈদের ব্যস্ততা

>ঈদুল ফিতর সামনে রেখে পুরান ঢাকায় ব্যস্ত সময় পার করছেন স্বর্ণকারেরা। রাজধানীর বিভিন্ন গয়নার দোকানের ঈদের ফরমাশ আসে পুরান ঢাকার তাঁতী বাজার, ইসলামপুর, পাটুয়াটুলীর কারখানাগুলোতে। কারখানা মালিকেরা মজুরির ভিত্তিতে সেই কাজ দেন স্বর্ণকারদের। তাঁদের হাতের নিপুণ ছোঁয়ায় তৈরি হয় বাহারি ডিজাইনের গয়না।
গলার হার বানাচ্ছেন এক স্বর্ণকার
গলার হার বানাচ্ছেন এক স্বর্ণকার
চুরি তৈরি করছেন একজন
চুরি তৈরি করছেন একজন
রাজধানীর বিভিন্ন নামকরা জুয়েলারি দোকানের ফরমাশ অনুযায়ী কাজ করেন তাঁরা
রাজধানীর বিভিন্ন নামকরা জুয়েলারি দোকানের ফরমাশ অনুযায়ী কাজ করেন তাঁরা
স্বর্ণকারদের হাতের নিপুণ ছোঁয়ায় তৈরি হয় বাহারি নকশার গয়না
স্বর্ণকারদের হাতের নিপুণ ছোঁয়ায় তৈরি হয় বাহারি নকশার গয়না
রমজান মাসের আগে থেকেই আসতে শুরু করে গয়নার ফরমাশ
রমজান মাসের আগে থেকেই আসতে শুরু করে গয়নার ফরমাশ