স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক

সাতক্ষীরার তালা উপজেলার খালিশখালী ইউনিয়নে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম নজির উদ্দীন মোড়ল (৬০)।

গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে খলিশখালী ইউনিয়নের হাজরা পাড়া গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় নজির উদ্দীনের স্ত্রী ফিরোজা বেগমকে (৫০) আটক করেছে পুলিশ।

খলিশখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোজাফফর রহমান বলেন, নজির উদ্দীন মোড়লের স্ত্রী ফিরোজা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। শুক্রবার দিবাগত তিনটার দিকে নজির উদ্দীনকে ঘুমন্ত অবস্থা বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করেন ফিরোজা। এই আঘাতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পাটকেলঘাটা থানা-পুলিশ নজির উদ্দীনের লাশ উদ্ধার করে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম রেজা বলেন, ফিরোজা প্রথমে তাঁর স্বামীকে ধারালো বস্তু দিয়ে রক্তাক্ত করেন। পরে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে নজিরের মৃত্যু হয়। সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর নজিরের লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আজ বিকেল পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ না পেলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। অভিযুক্ত ফিরোজা বেগমকে আটক করা হয়েছে।