কুকুর ধরে ধরে চলছে টিকা

জলাতঙ্ক রোগ প্রধানত কুকুরের কামড় বা আঁচড়ে ছড়ায়। এ এক মরণব্যাধি। এই রোগ নিয়ে জনমনে আতঙ্ক রয়েছে। সেই আতঙ্ক থেকেই কুকুর সম্পর্কে মানুষের বিরূপ ধারণা তৈরি হয়েছে। দেশকে জলাতঙ্কমুক্ত করার লক্ষ্যে ২০১০ সালে থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় যৌথভাবে জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচি হাতে নেয়। কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে জলাতঙ্ক নিয়ন্ত্রণ ও নির্মূল কেন্দ্র চালু হয়েছে। পরের বছর সারা দেশে কুকুরের টিকাদান কার্যক্রম শুরু হয়। টিকা প্রদান কার্যক্রমের অংশ হিসেবে একটি দল এলাকায় এলাকায় গিয়ে কুকুর ধরে জলাতঙ্ক প্রতিষেধক টিকা দিচ্ছে। ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় কুকুরকে টিকা দেওয়ার অভিযানের চিত্র তুলে ধরা হলো। ছবিগুলো সোমবারের।
এই জাল দিয়ে ধরা হয় সড়কের বেওয়ারিশ কুকুর।
এই জাল দিয়ে ধরা হয় সড়কের বেওয়ারিশ কুকুর।
টিকা কর্মসূচির সরঞ্জাম সঙ্গে রাখেন কর্মীরা।
টিকা কর্মসূচির সরঞ্জাম সঙ্গে রাখেন কর্মীরা।
অনেক সময় কোলে করেই সড়কে থেকে তুলে আনা হয় কুকুর।
অনেক সময় কোলে করেই সড়কে থেকে তুলে আনা হয় কুকুর।
টিকা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে কুকুরটিকে।
টিকা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে কুকুরটিকে।
কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা দেওয়া হচ্ছে।
কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা দেওয়া হচ্ছে।
যে কুকুরের মালিক আছে, টিকা দেওয়ার পর তার গলায় লাল ফিতা বেঁধে দেওয়া হয়।
যে কুকুরের মালিক আছে, টিকা দেওয়ার পর তার গলায় লাল ফিতা বেঁধে দেওয়া হয়।