বাবার পাশে মায়ের নাম থাকা নিয়ে রুল হাইকোর্টের

ফাইল ছবি
ফাইল ছবি

কোনো ব্যক্তির পরিচিতির ক্ষেত্রে বাবার নামের পাশাপাশি মায়ের নাম উল্লেখ রাখতে ২০০০ সালে করা প্রজ্ঞাপন সব ক্ষেত্রে যথাযথভাবে কার্যকর করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

২০০০ সালে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, সরকার সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে বাংলাদেশে সন্তানের পরিচিতির ক্ষেত্রে বাবার নামের পাশাপাশি বাধ্যতামূলকভাবে মায়ের নামও উল্লেখ থাকতে হবে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সুরাইয়া বেগম। তিনি বলেন, ব্যক্তির পরিচিতির ক্ষেত্রে মায়ের নামও উল্লেখ রাখার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে বিচারিক কাগজপত্র ও নথিপত্রে শুধু বাবার নাম ব্যবহার হয়ে আসছে। এ অবস্থায় বিচারিক কাগজপত্রেও মায়ের নাম ব্যবহারের বিষয়ে নির্দেশনা চেয়ে রিটটি করা হলে আদালত ওই রুল দেন।