রাঙ্গুনিয়ায় ২৬ টাকা কেজি দরে ধান কিনছেন ইউএনও

সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, ২২ মে । ছবি: আব্বাস হোসাইন
সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, ২২ মে । ছবি: আব্বাস হোসাইন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সরাসরি কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে কৃষকদের কাছ থেকে ধান কিনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।

ধান বিতরণ শেষে ইউএনও মো. মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সরকারি নীতিমালা অনুযায়ী কৃষি কার্ডধারী কৃষকের বাইরে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হচ্ছে। কোনো প্রকার দালালের কাছে না গিয়ে সরাসরি আমার অফিসে কিংবা খাদ্যগুদামে এসে মানসম্মত ধান বিক্রি করতে পারবেন কৃষকেরা। ধান বিক্রি করার জন্য যে কেউ আমার অফিসে আসতে পারেন। মানসম্মত ধান ২৬ টাকা কেজি দরে কেনা হবে।’

উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান ভূঞা বলেন, ‘প্রকৃত কৃষক যাতে ধান-চাল দিতে পারেন, সে জন্য কৃষি কার্যালয় থেকে তালিকা নেওয়া হয়েছে। ধান গুদামে এনে যাতে আবার বাড়িতে ফেরত নিতে না হয়, সে জন্য ধানের আর্দ্রতার মাত্রা ও অন্যান্য গুণমান সম্পর্কে কৃষকদের আগে ধারণা দেওয়া হচ্ছে। প্রথম দিন ৫ টন ধান সংগ্রহ করা হয়েছে। ধান সংগ্রহের এই কার্যক্রম আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। উপজেলা থেকে এবার চাল ৩৬ এবং ধান ২৬ টাকা কেজি দরে ৩ হাজার ১৮৫ মেট্রিক টন চাল ও ২২০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধান-চাল উভয়ের সর্বোচ্চ আর্দ্রতা ১৪ শতাংশের মধ্যে থাকতে হবে।’

উপজেলার লালা নগর ইউনিয়নের কৃষক আবদুল আজিজ (৫৫) বলেন, বাজারে প্রতি মণ ধান ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রির কারণে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এখন সরকার ১ হাজার ৪০ টাকা মণে ধান কিনছে। এই দামে ধান কিনলে কৃষকেরা লাভবান হবেন।