পরিবেশ ছাড়পত্র ছাড়াই জাহাজ নির্মাণে এক কোটি টাকা জরিমানা

পরিবেশ ছাড়পত্র ছাড়া জাহাজ নির্মাণ করায় পতেঙ্গার কর্ণফুলী ড্রাইডক লিমিটেডকে এক কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল। আজ বুধবার অধিদপ্তরের কার্যালয়ে শুনানি শেষে পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এই জরিমানা করেন।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫–এর ধারা-৭ অনুযায়ী এই জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ, পতেঙ্গা এলাকায় ১০ হাজার বর্গফুট জমিতে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ছাড়া নৌযান তৈরি করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করেছে তারা।

এলাকাটি পরিদর্শন করে পরিবেশ অধিদপ্তর থেকে প্রতিষ্ঠানটির প্রতিনিধিকে শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়। শুনানিতে কর্ণফুলী ড্রাইডকের প্রধান নির্বাহী মো. রিয়াজ হাসান খন্দকার উপস্থিত ছিলেন। নির্ধারিত শুনানি শেষে প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়।

জানতে চাইলে অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন প্রথম আলোকে বলেন, কর্ণফুলী ড্রাইডক অবস্থানগত ছাড়পত্র নিয়েছিল। কিন্তু তারা নৌযান নির্মাণকাজ শুরুর আগে যে পরিবেশগত ছাড়পত্র নিতে হয়, তা নেয়নি। যার কারণে প্রতিষ্ঠানটিকে এক কোটি টাকা জরিমানা করা হয়েছে।