স্বামীর পর মারা গেলেন অগ্নিদগ্ধ স্ত্রীও

রাজধানীর আগারগাঁওয়ে একটি বাসার রান্নাঘরে বিস্ফোরণের ঘটনায় স্বামী মুক্তার হোসেনের পর এবার মারা গেলেন স্ত্রী সালমাও। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার পশ্চিম আগারগাঁওয়ের বিএনপি বাজারের ২ নম্বর রোডের একটি বাসার রান্নাঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে। গ্যাস লাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হয়। এতে মুক্তার হোসেন (৩৮) ও তাঁর স্ত্রী সালমা (২৮) মারাত্মক দগ্ধ হন। পরে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

বার্ন ইউনিটের জরুরি বিভাগ সূত্রের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে সালমার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। মুক্তার ও সালমা দুজনেরই বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার চরশশমপুর গ্রামে। ঢাকায় ওষুধের ফার্মেসি ছিল মুক্তারের।

পুলিশ ও প্রতিবেশীদের ভাষ্য, ঘটনার দিন বিকেলে নিচতলার বাসায় ঘুমিয়ে ছিলেন মুক্তার। তাঁর স্ত্রী সালমা রান্নাঘরে ইফতার তৈরি করছিলেন। হঠাৎ বিস্ফোরণে সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে দুজনই দগ্ধ হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বিস্ফোরণের ঘটনার সময় তাঁদের ছেলে শাফিন (৬) প্রাইভেট পড়ার জন্য বাইরে ছিল।