টিনের চাল মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে একজন কাঠমিস্ত্রি মারা গেছেন। আজ শনিবার সকালে উপজেলার তারাপুর ইউনিয়নের নিজামখাঁ গ্রামে টিনশেড ঘর মেরামত করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

মারা যাওয়া কাঠমিস্ত্রির নাম আবদুল জলিল (৪০)। তিনি তারাপুর ইউনিয়নের খোর্দ্দা গ্রামের কলিম মিস্ত্রির ছেলে। এ সময় আবদুল জলিলের সহকারী আতিকুল মিয়া (৩৫) আহত হয়েছেন। আতিকুল নিজামখাঁ গ্রামের জলিল মিয়ার ছেলে।

তারাপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, গতকাল সকাল থেকে কাঠমিস্ত্রি আবদুল জলিল ও তাঁর সহকারী আতিকুল মিয়া নিজামখাঁ গ্রামের মফিজ উদ্দিনের বাড়ির টিনশেড ঘর মেরামতের কাজ করছিলেন। কাজ চলার সময় বেলা একটার দিকে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে আবদুল জলিলের মৃত্যু হয়।
চেয়ারম্যান আরও বলেন, বিদ্যুতের তার টিনের চালে লেগে বিদ্যুতায়িত হয়েছিল। কাঠমিস্ত্রিরা টিনের চালে বসে কাজ করছিলেন। ফলে এই দুর্ঘটনা ঘটে।