হালদায় মা মাছ নমুনা ডিম দিয়েছে

হালদায় মিলেছে মা মাছের নমুনা ডিম। হালদা, চট্টগ্রাম, ২৫ মে। ছবি: প্রথম আলো
হালদায় মিলেছে মা মাছের নমুনা ডিম। হালদা, চট্টগ্রাম, ২৫ মে। ছবি: প্রথম আলো

প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদায় কার্প জাতীয় (রুই, কালতা, মৃগেল) মা মাছ ফের নমুনা ডিম ছেড়েছে। আজ শনিবার ভোরে নদীতে ডিম সংগ্রহকারীদের জালে কিছু কিছু নমুনা ডিম আটকা পড়ে।

সরেজমিনে আজ শনিবার সকাল থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত হালদা নদীর বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখা যায়, শত শত নৌকা নিয়ে ডিম সংগ্রহকারীরা নদীতে জাল ফেলেছেন ডিম ধরার জন্য

ডিম সংগ্রহকারী কামাল উদ্দীন সওদাগর আজ বিকেল প্রথম আলোকে বলেন, ‘গত শুক্রবার দুপুর থেকে ছয়টি নৌকা নিয়ে নদীতে বসে আসি। আজ সকাল থেকে জালে মা মাছের ছাড়া কয়েকটি নমুনা ডিম পাওয়া গেছে।’

হাটহাজারী উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আজহারুল আলম আজ প্রথম আলোকে বলেন, ডিম থেকে পোনা উৎপাদনের জন্য হাটহাজারী ও রাউজানের হ্যাচারিগুলো প্রস্তুত আছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনজুরুল কিবরিয়ি প্রথম আলোকে বলেন, ‘হালদা নদীতে ডিম সংগ্রহকারীদের জালে কিছু কিছু নমুনা ডিম পাওয়ার খবর পেয়েছি।’ তিনি আরও বলেন, মা মাছ ডিম ছাড়ার সব ধরনের পরিবেশ নদীতে দেখা যাচ্ছে। রাতের মধ্যে মা মাছেরা সম্পূর্ণ ডিম ছাড়তে পারে।