ডিআরইউর প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার অনুষ্ঠিত

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) দুই যুগ পূর্তি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ রোববার। ১৯৯৫ সালের ২৬ মে পেশাদার রিপোর্টারদের এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।

বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনের সামনে জাতীয় পতাকা, সংগঠনের পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিকেলে আলোচনা, স্মৃতিচারণ ও পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, ডিআরইউর সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক কবির আহমেদ খানসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।