মোংলায় মানবতার দেয়াল

বাগেরহাট
বাগেরহাট

এই মানবতার দেয়ালে পুলিশের পাশপাশি সহযোগিতা করেছে মোংলা বন্দর পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম আ. হাই ব্লাড ডোনেশন সংস্থা। সংস্থার প্রতিষ্ঠাতা কামরুজ্জামান জসীম বলেন, ‘মোংলা থানার ওসি যখন এ রকম একটি উদ্যোগের কথা আমাদের জানালেন, তখন আমরা সঙ্গে সঙ্গেই আনন্দের সঙ্গে তাতে সাড়া দিয়েছি। আমরা আশা করি, পুলিশ যেন সারা দেশে এ রকম মানবতার কাজ করে, মানুষের বন্ধু হিসেবে পাশে দাঁড়ায়। তাতে পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।’

মানবতার দেয়ালের পাশে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মোংলা শাখার ব্যবস্থাপক রিয়াদ ও মোংলা স্টুডেন্ট ক্যাটারসের সভাপতি আজিজুল মোড়ল বলেন, ‘এর আগেও মোংলায় আরও তিনটি মানবতার দেয়াল তৈরি হয়েছিল। তবে সঠিক তত্ত্বাবধানের অভাবে সেগুলো বন্ধ হয়ে গেছে। আমরা আশা করব, মোংলা পুলিশ যেহেতু এই মানবতার দেয়ালের দায়িত্বে আছে, এটি ভালোভাবে চলবে এবং আরও সম্প্রসারিত হবে।’

শনিবার বিকেল পাঁচটায় ফিতা কেটে এই মানবতার দেয়ালের উদ্বোধন করেন পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়। এরপর তিনি দুজন দুস্থ শিশু ও একজন বৃদ্ধকে এখান থেকে জামা দেন। তিনি নিজেও বাগেরহাট থেকে বেশ কিছু জামাকাপড় এনে এই মানবতার দেয়ালে নিজেকে যুক্ত করেন। এরপর মোংলা থানা–পুলিশ মিলনায়তনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পংকজ চন্দ্র রায় বলেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিকেরই যাঁর যাঁর দায়িত্ব সম্পর্কে সচেতন ও সৎ হওয়া উচিত। প্রত্যেকে যাঁর যাঁর জায়গা থেকে সমাজের জন্য কাজ করলে দেশ সতিকার অর্থেই সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে।