পঞ্চগড়ে সাড়ে চার কোটি টাকার ড্যাম কাজে আসছে না

panchagor
panchagor

এরপর রাবার ড্যামে সংরক্ষণ করা পানি কৃষকের কাজে লাগানোর জন্য ২০১৭ সালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ চারটি সেচযন্ত্র স্থাপন করে। ২০১৮ সালে সমিতির সহায়তায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রাবার ড্যামটি সংস্কার করে পুনরায় চালু করে দেয়। তবে মৌসুমের মাঝামাঝি সংস্কার হওয়ায় রাবার ড্যামটি পুরোপুরি ফোলানো সম্ভব হয়নি। এতে কাঙ্ক্ষিত সুবিধাও পাওয়া যায়নি। গত বছর ৩০০ একর জমিতে সেচ দেওয়া হয়েছিল।

কৃষকেরা জানান, রাবার ড্যামটি পানি সংরক্ষণের জন্য সাড়ে ১২ ফুট পর্যন্ত ফোলানোর (বাতাস দেওয়া) কথা থাকলেও নানা জটিলতায় বেশির ভাগ সময়ই তা মাত্র ৪–৫ ফুট ফোলানো হতো। আর এবার রাবার ড্যামটি ফুটো হওয়ায় নদীতে পানি ধরে রাখা যাচ্ছে না। এতে বোরোখেতে সেচ দেওয়া যাচ্ছে না।

সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের খংগাপাড়া এলাকার কৃষক তোফাজ্জল হোসেন বলেন, ‘প্রথম বছর আমরা এই এলাকায় পানির সেচ দিতে পেরেছি। এরপর থেকেই রাবার ড্যামটি ফোলাতে না পারায় এই এলাকার চ্যানেলটি পড়ে আছে। আমরা আর পানির দেখা পাইনি।’

হাফিজাবাদ ইউনিয়নের বামনপাড়া এলাকার কৃষক ও তালমা রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কোষাধ্যক্ষ আল আমিন বলেন, ‘গত বছর মৌসুমের শেষের দিকে ড্যামটি সংস্কার হওয়ায় আমরা সুবিধা পাইনি। এবার আমরা অনেক আশা নিয়ে বোরো চাষ শুরু করি। কিন্তু হঠাৎ করেই ড্যামের রাবার পাইপটি ফেটে যাওয়ায় এবার আরও বেশি দুর্ভোগে পড়েছি। নদীতে পানি ধরে রাখতে না পারায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সেচযন্ত্রেও তেমন উপকার হচ্ছে না। নদীসংলগ্ন জমিগুলোতে এমনিতেই বেশি পানির প্রয়োজন হয়।’

পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক আজাদ হোসেন বলেন, ‘এর আগেও দুবার ড্যামটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন সমিতির মাধ্যমে এবং এলজিইডির সহায়তায় সংস্কার করা হয়েছে। গত বছর আমরা ৬ ফুটের মতো ফোলাতে পেরেছি। এবার মৌসুমের শুরুতেই ড্যামটি প্রায় ২ মিটার ফেটে যাওয়ায় আর ফোলানো সম্ভব হয়নি। এতে কৃষকের কোনো উপকার হচ্ছে না। বিষয়টি এলজিইডি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবু হানিফ বলেন, কৃষকের সুবিধার কথা বিবেচনা করে রাবার ড্যামটি স্থাপন করা হয়। এই পানি আয়রনমুক্ত হওয়ায় এবং প্রচুর পলি থাকায় ভূগর্ভস্থ পানির চেয়ে বেশি উপকারী। তবে রাবার ড্যামটি এবার ফুটো হয়ে যাওয়ায় পড়ে আছে। বিষয়টি এলজিইডি কর্তৃপক্ষ দ্রুত সমাধান করবেন বলে আশা করছি।’

পঞ্চগড় এলজিইডি কার্যালয়ের জেষ্ঠ সহকারী প্রকৌশলী আবদুর রহিম আকন্দ বলেন, ‘ফুটো হয়ে যাওয়ায় রাবার ড্যামটি স্থানীয় জনবল দিয়ে সংস্কার সম্ভব নয়। তা সংস্কারের জন্য নির্বাহী প্রকৌশলীর পক্ষ থেকে গত ১৯ মার্চ এলজিইডি সদর দপ্তরে একটি আবেদন দেওয়া হয়েছে। আশা করছি খুব দ্রুত এটি সংস্কার করা সম্ভব হবে।’