অনলাইন গণমাধ্যম নিবন্ধনের আবেদন ৩০ জুন পর্যন্ত

বিদ্যমান অনলাইন সংবাদ পোর্টালগুলো সরকারি নিবন্ধনের জন্য আগামী ৩০ জুন পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবে। তথ্য অধিদপ্তর এই আবেদন জমা নেবে। তথ্য মন্ত্রণালয় থেকে আজ সোমবার এ সংক্রান্ত একটি সরকারিপত্র জারি করা হয়েছে।

তথ্য অধিদপ্তরের (ওয়েবসাইটে www.pressinform.gov.bd) দেওয়া নির্ধারিত ফরমে এই আবেদন করতে হবে। ফরমে উল্লেখিত বিবরণ অনুযায়ী সব প্রমাণসহ এই আবেদন ডাকযোগেও গ্রহণ করা হবে। তবে ইতিমধ্যে যাদের আবেদন সঠিকভাবে গৃহীত হয়েছে, তাদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই।