কারিগর পাখির গল্প

>

দক্ষতার সঙ্গে বাসা বোনে বাবুই পাখি। এ কারণে বাবুই পাখিকে কারিগর পাখিও বলে। খাগড়াছড়ি শহরে থেকে এক কিলোমিটার দূরে চেঙ্গী নদীরে তীরে দক্ষিণ গোলাবাড়ি গ্রাম। গ্রামটির দুটি নারকেল ও একটি খেজুরগাছে বাবুই পাখি অনেকগুলো বাসা বুনেছে। এই বাসা দেখতে অনেকেই গ্রামটিতে আসেন।

খেজুরগাছের ডালে ডালে বাবুই পাখির বাসা।
খেজুরগাছের ডালে ডালে বাবুই পাখির বাসা।
নারকেলগাছেও আছে বাবুই পাখির বাসা।
নারকেলগাছেও আছে বাবুই পাখির বাসা।
বাসা বোনা শেষের পথে।
বাসা বোনা শেষের পথে।
বাসার ভেতরে বসে আছে একটি পাখি, অন্যটি বাইরে।
বাসার ভেতরে বসে আছে একটি পাখি, অন্যটি বাইরে।
বাসা থেকে বেরিয়ে পড়েছে একটি বাবুই।
বাসা থেকে বেরিয়ে পড়েছে একটি বাবুই।
সারা দিন চলে বাসায় যাওয়া-আসা।
সারা দিন চলে বাসায় যাওয়া-আসা।