বাসের ধাক্কায় আহত ১, বিপাকে যাত্রীরা

চলন্ত কাভার্ড ভ্যানে ধাক্কা লেগে যাত্রীবাহী বাসটির সামনের কাচ ও ডানপাশের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। মির্জাপুর, টাঙ্গাইল, ২ জুন। ছবি: জিয়া ইসলাম
চলন্ত কাভার্ড ভ্যানে ধাক্কা লেগে যাত্রীবাহী বাসটির সামনের কাচ ও ডানপাশের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। মির্জাপুর, টাঙ্গাইল, ২ জুন। ছবি: জিয়া ইসলাম

টাঙ্গাইলের মির্জাপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে রংপুরগামী হানিফ পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাসের ধাক্কায় একজন আহত হয়েছেন। রোববার বিকেলে মির্জাপুর উপজেলার দেওহাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহত ওই ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি। এই ঘটনায় বাসটির সামনের কাচ ও ডানপাশের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ঈদে ঘরমুখী ওই বাসের যাত্রীরা পড়েছেন বিপাকে।

দুর্ঘটনাকবলিত বাসের সামনের কাচ ভেঙে গেছে। মির্জাপুর, টাঙ্গাইল, ২ জুন। ছবি: জিয়া ইসলাম
দুর্ঘটনাকবলিত বাসের সামনের কাচ ভেঙে গেছে। মির্জাপুর, টাঙ্গাইল, ২ জুন। ছবি: জিয়া ইসলাম

এই দুর্ঘটনার সময় ওই বাসের যাত্রী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, হানিফ পরিবহনের বাসে (ঢাকা মেট্রো ব- ১৪৯৬৮২) তাঁরা ঢাকা থেকে রংপুরের পথে রওনা হন। বাসটি মির্জাপুরে পৌঁছে টাঙ্গাইলের দিক যাচ্ছিল। এ সময় একই সড়কে একটি কাভার্ড ভ্যান ও একটি মোটরসাইকেল প্রায় সমান গতিতে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। মোটরসাইকেল আরোহীকে পাশ দিতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ডানপাশে কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন আহত হন। বাসটির সামনের কাচ ও ডানপাশের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত ওই ব্যক্তি পথচারী অথবা কাভার্ড ভ্যানের আরোহী হতে পারেন। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

দুর্ঘটনাকবলিত হানিফ পরিবহনের বাস। মির্জাপুর, টাঙ্গাইল, ২ জুন। ছবি: জিয়া ইসলাম
দুর্ঘটনাকবলিত হানিফ পরিবহনের বাস। মির্জাপুর, টাঙ্গাইল, ২ জুন। ছবি: জিয়া ইসলাম

এই দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে আসেন গোড়াই হাইওয়ের পুলিশের উপপরিদর্শক (এসআই) এসআই ফজলুর রহমান। তিনি বলেন, এই মাত্র আমরা ঘটনাস্থলে এলাম। সবার সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বেলা পৌনে ছয়টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনা কবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার কাজ করছিল পুলিশ। এ দিকে বাস কর্তৃপক্ষ যাত্রীদের জানিয়েছে, ঢাকা থেকে অন্য একটি গাড়ি গিয়ে যাত্রীদের গন্তব্য স্থলে পৌঁছে দেবে। এ অবস্থায় ভোগান্তির মধ্যে পড়েছেন বাসটির যাত্রীরা।