বজ্রপাতে নওগাঁয় প্রাণ গেল ৩ জনের

বজ্রপাত। ফাইল ছবি
বজ্রপাত। ফাইল ছবি

নওগাঁয় বজ্রপাতের ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে জেলার পোরশা, সাপাহার ও মহাদেবপুর উপজেলায় পৃথক তিন বজ্রপাতে ওই তিনজনের মৃত্যু হয়। 

নিহত ব্যক্তিরা হলেন জেলার পোরশা উপজেলার শিশা শিংগাহার গ্রামের আব্বাস আলী (৫৫), মহাদেবপুর উপজেলার বাখরাবাদ গ্রামের সাইফুল হোসেনের ছেলে নাদির হোসেন (১০) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ডুলডুলি গ্রামের মোহাম্মদ আলী (৫০)।
আজ সকাল নয়টার দিকে আব্বাস আলী বাড়ির পাশে মাঠে গরু চরাতে নিয়ে যান। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে সকাল থেকে সাপাহার উপজেলার কলমুডাংগা বিলে অন্য শ্রমিকদের সঙ্গে মাঠে ধান কাটছিলেন মোহাম্মদ আলী। সকাল সাড়ে নয়টার দিকে বজ্রপাতের ঘটনায় তিনি গুরুত্বর আহত হন। তাঁকে উদ্ধার করে দ্রুত পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, মহাদেবপুর উপজেলার বাখরাবাদ গ্রামের সাইফুল ইসলামের ছেলে নাদির হোসেন সকালে বাড়ির বারান্দায় বসেছিল। সকাল নয়টার দিকে বজ্রপাতের ঘটনায় সেখানেই তার মৃত্যু হয়।