ব্যাগে পাওয়া গেল ১৭২ ভরি স্বর্ণালংকার

ফাইল ছবি
ফাইল ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির গাছবুনিয়া সীমান্ত এলাকা থেকে ১৭২ ভরি স্বর্ণালংকারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি জানায়, মিয়ানমার থেকে এসব স্বর্ণালংকার পাচার করে বাংলাদেশে নিয়ে আসছিলেন ওই যুবক।

গ্রেপ্তার ওই যুবকের নাম নিচামং তঞ্চঙ্গ্যা (৩০)। তিনি নাইক্ষ্যংছড়ির মরিচ্যা বাজারের ববইতলির বাসিন্দা মৃত নিতাই তঞ্চঙ্গ্যা ছেলে।

সোমবার কক্সবাজার ৩৪ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আশরাফ উল্লাহ রনি বলেন, পাচারের সময় রোববার রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩ নম্বর ঘুমধুম ইউনিয়নের মংজয়পাড়া এলাকার (মংজয়পাড়া বিওপি সংলগ্ন) গাছবুনিয়া সীমান্ত এলাকা থেকে স্বর্ণালংকারসহ যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বিজিবি জানায়, এক গোপন সংবাদের ভিত্তিতে মংজয়পাড়া বিজিবির সীমান্ত চৌকির নায়েক সুবেদার মো. শহিদুল আলমের নেতৃত্বে একটি টহল দল উখিয়াগামী অটোরিকশায় তল্লাশি চালায়। এ সময় ওই অটোরিকশার যাত্রী নিচামং তঞ্চঙ্গ্যার কাছে থাকা ব্যাগের ভেতর ১৭২ ভরি স্বর্ণালংকার জব্দ করা হয়। পরে ওই অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ওই যুবককে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়েছে।