টঙ্গীতে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী নদীবন্দর এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে কথিত বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। র‌্যাবের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী ছিলেন।

নিহত ব্যক্তি ফরিদপুরের নগরকান্দা উপজেলার চাপহাট এলাকার মৃত রাশেদ মোল্লার ছেলে ইসমাইল হোসেন (৪০)।

র‌্যাব-১–এর সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, র‌্যাব-১–এর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, টঙ্গীর নদীবন্দর এলাকায় মাদক কেনাবেচা ও মাদক বিক্রির টাকা ভাগ-বাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্ব হচ্ছে। পরে র‌্যাবের টহল দল ওই এলাকায় যায়। এ সময় র‌্যাবকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে ইসমাইল হোসেন গুলিবিদ্ধ হন এবং র‌্যাবের দুই সদস্য আহত হন। পরে তাঁদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

কামরুজ্জামান জানান, র‌্যাবের আহত দুই সদস্যকে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি রিভলবার, দুটি গুলি ও ২ হাজার ৯৭০টি ইয়াবা বড়ি জব্দ করেছে র‌্যাব।