ঈদে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

ঈদ উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফ মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে। ছবি: এ এস এম আলমগীর
ঈদ উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফ মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে। ছবি: এ এস এম আলমগীর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বি এস এফ একে অপরকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় দুই বাহিনীর মধ্যে মিষ্টি বিনিময় হয়।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক বলেন, ‘আজ আমাদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এ উপলক্ষে আমাদের প্রতিবেশী বিএসএফের সঙ্গে মিষ্টি বিনিময় করেছি। ঈদের আনন্দ আমরা দুই দেশের মাঝে ছড়িয়ে দিতে চাই। আমাদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ মনোভাব আছে, সেটা আশা করি উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আমরা একসঙ্গে সীমান্তে থেকে কাজ করব।’

ভারতের বিএসএফের পক্ষে মিষ্টি বিনিময় করেন পতিরাম ব্যাটালিয়নের অধিনায়ক বি এস নেগি।

ঈদ উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফ মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে। ছবি: এ এস এম আলমগীর
ঈদ উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফ মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে। ছবি: এ এস এম আলমগীর

সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার লক্ষে প্রতিবছর দুই দেশের দুই বাহিনী জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে।

বিজিবির পক্ষ থেকে বিএসএফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের জন্য ১০ প্যাকেট মিষ্টি এবং বিএসএফের পক্ষ থেকে বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের জন্য ১২ প্যাকেট প্যাকেট মিষ্টি উপহার দিয়ে আজ ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে।