জয়পুরহাটের যে গ্রামে আজ ঈদ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রোয়াইর পশ্চিমপাড়ায় আজ উদ্‌যাপিত হচ্ছে ঈদুল ফিতর। ছবি: রবিউল ইসলাম
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রোয়াইর পশ্চিমপাড়ায় আজ উদ্‌যাপিত হচ্ছে ঈদুল ফিতর। ছবি: রবিউল ইসলাম

সকাল নয়টা। রোয়াইর পশ্চিমপাড়া জামে মসজিদে শুরু হলো ঈদের জামাত। গ্রামের শ দেড়েক মানুষ ঈদের জামাতে নামাজ আদায় করলেন। আজ বৃহস্পতিবার ঈদ উদ্‌যাপন করা হচ্ছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রোয়াইর পশ্চিমপাড়া গ্রামে।

চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তি থেকে গ্রামের মানুষ সিদ্ধান্ত নেন, ঈদ হবে নিজ চোখে চাঁদ দেখার পর। এ সিদ্ধান্তের জন্যই আজ ঈদ উদ্‌যাপন করা হয়েছে রোয়াইর পশ্চিমপাড়া গ্রামে।

আক্কেলপুর সদর থেকে চার কিলোমিটার উত্তরের গ্রাম রোয়াইর পশ্চিমপাড়া। আজ এ গ্রামে ঈদের খুশি। ওই গ্রামের বাসিন্দারা জানান, তাঁরা গত মঙ্গলবার নিজের চোখে চাঁদ দেখতে পারেননি। চাঁদ দেখা না যাওয়ায় সরকারিভাবেও প্রথমে বৃহস্পতিবার ঈদুল ফিতর উদ্‌যাপনের ঘোষণা দেওয়া হয়েছিল। পরে চাঁদ দেখা গেছে বলে রাত সাড়ে ১০টার পর সরকার বুধবার ঈদ উদ্‌যাপনের ঘোষণা দেওয়া হয়। কিন্তু এ গ্রামের মানুষ এতে বিভ্রান্তিতে পড়েন। তাঁর সিদ্ধান্ত নেন, নিজেরা চাঁদ দেখে তবেই ঈদ উদ্‌যাপন করবেন। কাল বুধবার সন্ধ্যায় চাঁদ দেখার পর আজ ঈদ উদ্‌যাপন করেছেন।

আজ গ্রামের মসজিদে শতাধিক লোক ঈদের নামাজ আদায় করেছেন। গ্রামের বাসিন্দা মাওলানা রেজোয়ান সরদার ঈদের জামায়াতের ইমামতি করেছেন।

আজ ঈদ উদ্‌যাপনের কারণ জানান গ্রামের যুবক মাহমুদুল হাসান। তিনি বললেন, ‘আমরা চাঁদ দেখায় বিভ্রান্তিতে পড়ে গিয়েছিলাম। নিজের চোখে চাঁদ দেখতে চাইছিলাম। ৩০টা রোজা করার পর, রোজা পূর্ণ করার পর আজ ঈদের নামাজ মসজিদে আদায় করলাম।’

গ্রাম ঘুরে দেখা গেছে, ঈদের জামায়াত শেষে পশ্চিমপাড়া গ্রামটির বাড়ি বাড়ি ঈদের রান্নাবান্না শুরু হয়েছে। এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাওয়া-আসা চলছে।

গ্রামের রাসেল আহাম্মেদ বলেন, ‘আজ আমরা ঈদ করছি। এটা গ্রামের মানুষের সিদ্ধান্ত। আমরা সবাই চাঁদ দেখে ঈদ করতে চেয়েছিলাম। তাই আজকের ঈদ।’

ইমাম রেজোয়ান সরদার এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।