শেরপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

বগুড়ার শেরপুরে গাড়িদহ ইউনিয়নের দুগ্ধখামার এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শহীদুল ইসলাম (৪০) নামের এক বাসচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় উভয় গাড়ির অন্তত ২৫ যাত্রী আহত হন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দুগ্ধখামার এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়ক এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর দুটি বাস দুই পাশের খাদে পড়ে যায়।

স্থানীয় লোক ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল নেন। কর্তব্যরত চিকিৎসক করতোয়া গেটলক বাসের চালক শহীদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি শেরপুরের কাফুরা গ্রামে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, আজ সকালে করতোয়া গেটলক বাসটি যাত্রী নিয়ে বগুড়ার উদ্দেশে যাওয়ার সময় বিপরীতমুখী অপু ক্ল্যাসিক পরিবহনের সংঘর্ষ ঘটে।

বগুড়া কুন্দারহাট হাইওয়ের পুলিশের পরিদর্শক কাজল নন্দী প্রথম আলোকে বলেন, ‘বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য এ দুর্ঘটনা ঘটেছে। অপু ক্ল্যাসিক পরিবহনের চালক ও সহকারী পালিয়েছেন। দুটি বাস পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’