আশ্বাসের পর মহাসড়ক ছাড়লেন মৎস্যজীবীরা

মাছ ধরায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন মৎস্যজীবীরা। এক ঘণ্টার বেশি সময় পর স্থানীয় প্রশাসনের আশ্বাসে তাঁরা মহাসড়ক ছাড়েন।

উত্তর চট্টগ্রাম উপকূলীয় মৎস্যজীবী সমবায় কল্যাণ ফেডারেশন সীতাকুণ্ডের ফৌজদারহাট বাইপাসের মুখে মহাসড়ক অবরোধ করে। অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েন মহাসড়কে চলাচলকারী সাধারণ যাত্রীরা।

অবরোধকালে মৎস্যজীবী সম্প্রদায়ের হাজারো নারী-পুরুষ মহাসড়কে অবস্থান নেন। তাঁদের দাবি করেন, ছোট নৌযান দিয়ে মাছধরার নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।

অবরোধ চলাকালে স্থানীয় সাংসদ দিদারুল আলম আশ্বাস দেন, আজকের মধ্যে সমস্যার সমাধান করবেন তিনি।

আশ্বাসের পরিপ্রেক্ষিতে মহাসড়ক অবরোধ স্থগিত করেন মৎস্যজীবীরা। তবে দাবি পূরণ না হলে মঙ্গলবার তাঁরা আবার মহাসড়ক অবরোধ করবেন বলে জানান।

ফেডারেশনের সভাপতি লিটন জলদাস বলেন, প্রতিবছর বড় নৌযানে মাছ ধরা বন্ধের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এবার গত ২০ মে থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের জন্য মাছ ধরা বন্ধের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বড় নৌযানের পাশাপাশি ছোট নৌযানেও মাছ ধরা বন্ধ করে দেওয়া হয়েছে। এ কারণে তাঁরা মাছ ধরতে না পেরে চরম কষ্টে দিন পার করছেন।