দুধরাজের বাসা

>

রং দিয়ে আলাদা করে চেনা যায় দুধরাজ পাখি। পুরুষটি ধবধবে সাদা, স্ত্রী পাখির ডানা ও লেজ উজ্জ্বল বাদামি। এই পাখি সাধারণত পোকামাকড় খেয়ে থাকে। বাসা বানিয়ে ডিম পাড়ার পর স্ত্রী পাখিটির সঙ্গে পুরুষটিও পালা করে তা দেয়। বগুড়া গাবতলী উপজেলার পেরীর হাট থেকে তোলা তেমন কিছু দৃশ্য এখানে দেওয়া হলো:

নীড়ে বসে উজ্জ্বল বাদামি রঙের স্ত্রী পাখি
নীড়ে বসে উজ্জ্বল বাদামি রঙের স্ত্রী পাখি
তা দিচ্ছে সাদা পুরুষ পাখিটি
তা দিচ্ছে সাদা পুরুষ পাখিটি
নীড়ে ফিরছে পুরুষটি
নীড়ে ফিরছে পুরুষটি
এই পাখির লম্বা লেজ সবার দৃষ্টি আকর্ষণ করে
এই পাখির লম্বা লেজ সবার দৃষ্টি আকর্ষণ করে
পাকুড়গাছের ছোট ডালে বাসা বেঁধেছে দুধরাজ পাখি
পাকুড়গাছের ছোট ডালে বাসা বেঁধেছে দুধরাজ পাখি
নীড়ে বসে দুধরাজ পাখি
নীড়ে বসে দুধরাজ পাখি