ইউনিয়ন ভূমি কর্মকর্তা বজলুলকে কারণ দর্শানোর নোটিশ

ইউনিয়ন ভূমি কর্মকর্তা বজলুল হকের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেন সাধারণ মানুষ। নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, ১২ জুন। প্রথম আলো ফাইল ছবি
ইউনিয়ন ভূমি কর্মকর্তা বজলুল হকের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেন সাধারণ মানুষ। নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, ১২ জুন। প্রথম আলো ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের প্রত্যাহার করা সেই ভূমি কর্মকর্তা বজলুল হকের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করতে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে অভিযোগের বিষয়ে বজলুল হককে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজিনা সারোয়ার প্রথম আলোকে বলেন, ভূমি কর্মকর্তা বজলুল হককে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবারের মধ্যেই তাঁর কারণ দর্শানোর উত্তর দেওয়ার কথা। তিনি বলেন, ওই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে করা মানুষের অভিযোগ প্রসঙ্গে তাঁর ব্যাখ্যা ও জবাব চাওয়া হয়েছে। জবাবের সপক্ষে আগামী রোববারের মধ্যে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ তদন্ত করার জন্য সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম তনিমা আফ্রাদকে ১০ কার্যদিবস সময় দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা বজলুল হকের ঘুষ, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ভুক্তভোগী সাধারণ মানুষ গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নাসিরনগর উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি দেন তাঁরা। এসব অভিযোগে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান ভূমি কর্মকর্তা বজলুল হককে প্রত্যাহার করেন।

আরও পড়ুন...